রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি থেকে ‘অযোগ্য সংগঠকদের’ সরিয়ে দেওয়ার দাবি

খেলা ডেস্ক   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবি থেকে ‘অযোগ্য সংগঠকদের’ সরিয়ে দেওয়ার দাবি

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের আভাস মিলছে। সরকারের পদত্যাগের পর সাবেক খেলোয়াড়-সংগঠকদের কণ্ঠে শোনা যাচ্ছে বিভিন্ন বোর্ড নিয়ে নানা পরিকল্পনা। যার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে আজ অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। তাদের দের নেতৃত্বে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু।

এ সময় তাদের সঙ্গে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এছাড়াও কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন হাজির হন।

রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’

বিসিবি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সভাকক্ষে গিয়ে বসেন তারা। সেখানে তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। এ সময় ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগীতা চান তারা।

হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা নতুন ভালো কিছুর স্বপ্ন দেখছি।’ তিনি আরও বলেন, ‘এটা (দুঃসময়) দ্রুত কেটে যাবে এটা আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইনঅর্ডার আছে। প্র্যাকটিসও হচ্ছে। হয়তো কয়েকদিন হয়নি, তবে আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল- সেগুলো সবকিছু ঠিকমতো চলবে। কারণ, সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়। অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের জাতীয় দলের সফর আছে। ’

এ মাসেই জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। ‘এ’ দল ও মূল দলের পাকিস্তান সফর রয়েছে। এরপর ঘরের মাঠে রয়েছে নারী বিশ্বকাপ। এসব কার্যক্রমকে স্বাভাবিক রাখার বার্তা দিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘এখন সবার সহযোগিতায় আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, এ টিমের সফর আছে, সামনে পাকিস্তানে টেস্ট সিরিজ আছে- এইগুলো যাতে সময়মতো হয়, এটায় আমাদের সবার সহযোগিতা দরকার। এখানে সুন্দরভাবে, সবার সহযোগীতায় ক্রিকেটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারও। সুতরাং, আমাদের সবার সহযোগিতা দরকার। ক্রিকেটটাকে ভালোমতো এগিয়ে নেবো এটা আমাদের দায়িত্ব।’

দেশের চলমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে যাতে এগিয়ে নিতে পারি। সমাজে ভালোমতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এখন এটাই আমাদের সবার চাওয়া।’

Facebook Comments Box

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com