রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রফি সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি

খেলা ডেস্ক   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রফি সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সব স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। অপূর্ণতা ঘোচানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ডেও নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। আজ কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই যেমন একটি রেকর্ড গড়েছেন মেসি। কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি। একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি। ৩৭ বছর ২০ দিন বয়সে রেকর্ডটি গড়েন।

শুধু তাই নয়, ট্রফি জয়ের সংখ্যায় এখন সবার শীর্ষে আর্জেন্টাইন এই মহাতারকা। সব মিলিয়ে ক্যারিয়ারে তার শিরোপা সংখ্যা ৪৫। এতদিন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের সঙ্গে সর্বাধিক শিরোপা জয়ের কীর্তিটা ভাগাভাগি করছিলেন। উভয়ের শিরোপা সংখ্যা ছিল ৪৪। এখন মেসি তাকে টপকে গেলেন।

২০০৫ সালে মেসি প্রথম শিরোপার দেখা পান। সে সময় জয় করেন জাতীয় দলের হয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা। একই মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে লা লিগার ট্রফি জয় করেন। সেই থেকে শুরু। তারপর একে একে মেসি তার শিরোপা সংখ্যা সমৃদ্ধ করে চলেছেন। এ সময়ে বার্সেলোনার হয়ে দশবার লা লিগার শিরোপা, একই দলের হয়ে সাতবার কোপা দেল রে, সাতবার স্প্যানিশ সুপার কাপ, চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার কাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন। এরপর প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে তিনবার ফ্রেঞ্চ লিগ, একবার ট্রফি দা চ্যাম্পিয়ন্স, ইন্টার মায়ামির হয়ে একবার লিগ কাপ জয় করেন।

আজ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম কোপার ট্রফি জিতেছে আর্জেন্টিনা। আজকের কোপা নিয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ৪৫তম শিরোপা জিতলেন মেসি। ফুটবল ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি জয়ের রেকর্ড। দানি আলভেজ ৪৪টি ট্রফি নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com