
খেলা ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত | পড়ুন মিনিটে
ইনজুরি ও জ্বরের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ওই ম্যাচে সেরা ছন্দে দেখা যায়নি তাকে। এমনকি টাইব্রেকারে শটও মিস করেন তিনি।
যে কারণে নতুন করে মেসির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে যায়। কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে তার খেলা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সুখবর দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত মেসি।
স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে, গত ম্যাচ সে কোন সমস্যা ছাড়াই শেষ করেছে। আগামীকাল সে শুরু থেকেই খেলবে। মেসি ও ডি মারিয়ার একসঙ্গে খেলার ভালো সম্ভাবনা রয়েছে।’
প্রতিপক্ষ হিসেবে কানাডা দক্ষিণ আমেরিকার দলগুলোর মতো ভয়ঙ্কর নয়। আগ্রাসী ফুটবলও কম খেলে তারা। তারপরও আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, কানাডা নিয়ে আলাদা পরিকল্পনা নিয়েই নামবেন তিনি, ‘ভুল শুধতে প্রতি কোচই প্রতিপক্ষকে আঘাত করতে চায়। আমিও তাদের নিজেদের খেলাটা খেলতে না দেওয়ার চেষ্টা করবো।’
Posted ১২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
nykagoj.com | Stuff Reporter