
খেলা ডেস্ক | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 77 বার পঠিত | পড়ুন মিনিটে
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের। বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে।
এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই তিন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না।
বিশ্বকাপ শেষে এখন সব দেশের ক্রিকেটাররাই বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে। এ ছাড়া আগে থেকেই চলছে কাউন্টি ক্রিকেট, ক্যারিবীয় লিগ শুরু হবে আগস্টে।
তবে পাকিস্তানের হয়ে ছাড়পত্র পেয়েছেন আবরার আহমেদ, ফখর জামান, হ্যারিস রউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, সোয়াইব মাকসুদ, জামান খান এবং উসামা মীর।
Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
nykagoj.com | Stuff Reporter