সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোল্ডেন এজ ও এটর্নী মঈন চৌধুরী প্রেজেন্টস ব্রংকস মেলায় হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   369 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোল্ডেন এজ ও এটর্নী মঈন চৌধুরী প্রেজেন্টস ব্রংকস  মেলায় হাজারো মানুষের ঢল

 

আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেলায় নেমেছিল মানুষের ঢল। গত রোববার ২৩ জুন ব্রংকসের পার্কচেষ্টারে অনুষ্ঠিত এ মেলা পরিনত হয়েছিল একখন্ড বাংলাদেশে। আবাল বৃদ্ধবনিতার সমাবেশে মেতেছিল ব্রংকসে বসবাসরত বাংলাদেশিরা। এটর্নী মঈন চৌধুরী ও গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই মেলাটি উদ্বোধন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টর ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী ও আজকাল সম্পাদক  শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল নাজমুল হুদা  ও ব্রংকস ব্যরো প্রেসিডেন্ট ভ্যনাসা গিবসন। নির্বাচনী ব্যস্ততা থাকায় প্রধান অতিথি ওকাসিও কর্টেজ আসতে পারেন নি। মেলায় উপস্থিত দর্শক ও শ্রোতাদের গানে গানে উজ্জীবিত করে রাখেন বিন্দু কনা, রানু নেওয়াজ, শাহ মাহবুব ও অনিক রাজ।

মেলার উদ্বোধনী বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী বলেন,আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আমি নিজে একজন উপদেষ্টা। এই সংগঠনের যেকোন কল্যানমূলক কাজের আমি অংশীদার। আজকের হাজারো মানুরে মেলা প্রমান করেছে জনভিত্তি নিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে। সংগঠনটির উন্নয়নে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুুত। মেলার গ্রান্ড স্পন্সর শাহ নেওয়াজ বলেন, আমি ব্রংকস কমিিউনিটির একজন সদস্য। আমার হোম কেয়ার ব্যবসার গোড়াপত্তন ব্রংকসের ঠিকানায়। আমি কুইন্সে বসবাস করলেও ব্রংকস বাংলাদেশ কমিিউনিটির সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।

আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের কনভেনর শেখ জামাল হোসেনের সভাপতিত্বে কমিউনিটির নেতৃবৃন্দ মেলায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব রেজা আব্দুলাহ ও শারমিন শাহনাজ। অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, খলিল বিরিয়ানীর সিইও খলিলুর রহমান, আব্দুস শহীদ, ইমরান রন শাহ, রবিউজ্জামান,এডভোকেট নাসির উদ্দীন, মেহের চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও আব্দুল্লাহ শাহিন।


সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ,বিন্দু কনা, প্রেমা, দিনাত জাহান মুন্নী, অনিক রাজ, শাহ মাহবুব ও মাহবুব শাহীন।

Facebook Comments Box

Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com