
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ জুন ২০২৪ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রংকসে মঈন চৌধুরী ঈদ আনন্দ মেলা রোববার ২৩ জুন। আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অরগানাইজেশন এই মেলার উদ্যোক্তা। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস ও এটর্নী মঈন চৌধুরীর পাওয়ার্ড এই মেলায় সংগীত পরিবেশন করনে রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, বিন্দু কনা ও দিনাত জাহান মুন্নী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও। ব্রংকসের পার্কচেষ্টারের পার্ডি ও স্টারলিং এভিনিউ এভিনিউ এলাকা জুড়ে এই ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে। আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অরগানাইজেশনের কনভেনর শেখ জামাল হোসেন ও সদস্য সচিব রেজা আব্দুল্লাহ প্রবাসী বাংলাদেশিদের মেলায় অংশগ্রহনে আহবান জানিয়েছেন্।
Posted ১:১৪ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam