
খেলাধুলা ডেস্ক | সোমবার, ১৭ জুন ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত | পড়ুন মিনিটে
আইসিসির সহযোগী দেশ নেপাল। তাদের বিপক্ষে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যা বাজে রেকর্ডের তালিকায় জায়গা পেয়েছে। আবার নেপালকে ৮৫ রানে অলআউট করেও রেকর্ড গড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ ও নেপাল ম্যাচে হয়েছে সাতটি রেকর্ড।
কম পুঁজি নিয়েও জয়: বিশ্বকাপে সবচেয়ে কম ১০৬ রানের পুঁজি নিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। যা বিশ্বকাপের রেকর্ড। এই বিশ্বকাপেই ১১৩ রান করে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওই রেকর্ড ভেঙেছে বাংলাদেশ।
তৃতীয় সর্বনিম্ন রান আটকানো: আইসিসির পূর্ণ সদস্য দল হিসেবে বাংলাদেশের চেয়ে কম রান করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের জয় আছে। ৯৬ রান করেও আয়ারল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারায় জিম্বাবুয়ে।
তানজিম সাকিবের ডট: ২৪ বলের মধ্যে ২১টি ডট দিয়েছেন তানজিম সাকিব। ২০টি করে ডট দেওয়ার রেকর্ড আছে নয় জনের। এর মধ্যে সাত জন এই বিশ্বকাপে ওই কীর্তি গড়েছেন।
দুই দলই অলআউট: বাংলাদেশ ও নেপাল দুই দলই অলআউট হয়েছে। বিশ্বকাপে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তান ২০১০ বিশ্বকাপে এবং ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড অলআউট হয়।
তানজিম-মুস্তাফিজের সেরা ইকোনমি: তানজিম ও মুস্তাফিজ ৪ ওভার হাত ঘুরিয়ে ৭ করে রান দিয়েছেন। বাংলাদেশের বোলার হিসেবে যা সর্বনিম্ন রান দেওয়ার রেকর্ড।
৫০ রানের জুটি গড়েও সর্বনিম্ন রান: নেপাল ৮৫ রানে অলআউট হয়েছে। অথচ তারা ষষ্ঠ উইকেট জুটিতে ৫২ রানের জুটি গড়ে। টি-২০ ক্রিকেটে ৫০ রানের জুটি পাওয়ার পরও এটা তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অন্য নাম দুটি নরওয়ে ও ক্যামেরুন।
পূর্ণ সদস্য দলের পঞ্চম সর্বনিম্ন রান: আইসিসির সহযোগী দলের বিপক্ষে পূর্ণ সদস্য দল হিসেবে নেপালের বিপক্ষে বাংলাদেশ পঞ্চম সর্বনিম্ন রান করেছে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ১০৮ রানও আছে ওই তালিকায়।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০২৪
nykagoj.com | Stuff Reporter