রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে ফিরবেন তাসকিন, সম্ভাবনা নেই শরিফুলের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   123 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলঙ্কার বিপক্ষে ফিরবেন তাসকিন, সম্ভাবনা নেই শরিফুলের

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বলের আঘাতে বাঁহাতের চোট নিয়ে আপাতত খেলার বাইরে শরিফুল ইসলাম। বাঁ হাতে ছয়টি সেলাইয়ের কারণে সেরে উঠতে কিছুদিন সময় লাগবে তার। শরিফুলের তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদ কাল সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

তবে শরিফুলকে নিয়ে এমন শঙ্কা থাকলেও তাসকিনকে নিয়ে সংশয় নেই বললেই চলে। ৭ জুন (বাংলাদেশের ৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া পাওয়ার সম্ভাবনা বেশি। ফিজিও বায়েজিদের কথায় বোঝা গেল, তাসকিনকে নিয়েই ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেস আক্রমণ সাজাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি তাসকিন। মূল আসরের আগে তাসকিনকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদ। বায়োজিদ বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের (বাংলাদেশের ৮ জুন) ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

Facebook Comments Box

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com