রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘এখনই অবসর নয়, আরো একটি বিশ্বকাপ খেলতে চাই’

খেলা ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এখনই অবসর নয়, আরো একটি বিশ্বকাপ খেলতে চাই’

সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন। তখন থেকে এ পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। এবার খেলবেন নবম আসর। তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

বলাই যায় ক্রিকেটের বিরল এক রেকর্ডের অধিকারী এই দু’জনে। যা গর্বিত করে তুলেছে সাকিবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে এই প্রসঙ্গে কথা বলেছেন সাকিব। উত্তর দেন এটাই নিজের শেষ বিশ্বকাপ কিনা, এমন প্রশ্নেরও।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে তার ক্যারিয়ারের শেষ আইসিসি টুর্নামেন্ট। সে হিসেবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু সাকিবের ভাবনা বদলে গেছে। আরও একটি বিশ্বকাপ খেলতে চান টাইগার এই অলরাউন্ডার। বিশ্বকাপের পরবর্তী আসরটি হবে ২০২৬ সালে, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। সেটিও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

স্ত্রী-সন্তান নিয়ে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন সাকিব। খেলার ফাঁকে এখানেই আসেন বেড়াতে। যা নিয়ে মজা করতে ভুল করেননি সাংবাদিকরা। প্রশ্ন করেন, ‘অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের ‘সেকেন্ড হোম’। ঘরের সুবিধা কি পাবে বাংলাদেশ দল?’

সাকিব হাসতে হাসতে এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে।’

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com