রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির এইচপি ক্যাম্পে ডাক পেলেন ২৫ ক্রিকেটার

খেলা ডেস্ক   |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবির এইচপি ক্যাম্পে ডাক পেলেন ২৫ ক্রিকেটার

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আজ থেকে। নতুন রূপে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে ডাক পেয়েছেন বিপিএল, ডিপিএলে নৈপুণ্য দেখানো ২৫ জন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার। এদের অধিকাংশই এসেছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দল থেকে। সোমবার শুরু হয়ে থেকে বিভিন্ন ধাপে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এই কার্যক্রম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

২০মে থেকে ১৫ জুন পর্যন্ত তাত্ত্বিক বিষয়ের কোর্স চলবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকার এই ক্যাম্প শেষে এইচপি প্রোগ্রাম করবে রাজশাহী ও বগুড়াতে। ২১ জুন থেকে ১৮ আগস্ট সেখানে ম্যাচ সিনারিওর পাশাপাশি ট্রেনিং করবে। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ থাকবে এইচপির।

এইচপিতে ডাক পেয়েছেন যারা:

ওপেনিং ব্যাটার: মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন

স্পিনার: রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার: রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান রোহানাত দৌল্লা বর্ষণ।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com