রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিলাসী স্কুপে বোল্ড লিটন, টিকলেন না শান্তও

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   138 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিলাসী স্কুপে বোল্ড লিটন, টিকলেন না শান্তও

ফের ব্যর্থ হলেন টাইগার ওপেনার লিটন দাস। আগের দুই ম্যাচের ব্যর্থতার রেশ টেনে আনলেন তৃতীয় ম্যাচেও। মুজারাবানির হাফ ভলি ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে স্ট্যাম্প হারালেন লিটন। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১২ রান করেন তিনি। লিটন ফিরতেই আরও একবার হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত। সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ৪ বলে ৬ রান করে আউট হলেন তিনি।

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।

টসে হার, দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে পাঁচ ম্যাচের সিরিজে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। দুই ম্যাচে দাপট দেখানো বাংলাদেশের সামনে আজ সিরিজ নিশ্চিত করার হাতছানি। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই ব্যাকফুটে থাকা জিম্বাবুয়ের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। সিরিজ জয়ের মিশনে আজ টসভাগ্যে হেরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

বাংলাদেশ আজ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান সাকিব এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশের মত জিম্বাবুয়ে একাদশেও আজ দুটি পরিবর্তন। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু। প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়া মাসাকাদজা দ্বিতীয় ম্যাচে খেলেননি।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মান্দাদে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গি, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

Facebook Comments Box

Posted ৯:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com