রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘মেসিকে হটিয়ে দল হয়ে উঠেছে পিএসজি’

খেলা ডেস্ক   |   বুধবার, ০১ মে ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মেসিকে হটিয়ে দল হয়ে উঠেছে পিএসজি’

লিগ ওয়ান শিরোপা জিতে ফেলেছে নতুন পিএসজি। লিওনেল মেসি পিএসজি ছেড়ে মেজর লিগ সকারে গেছেন। নেইমার জুনিয়র গেছেন সৌদি ক্লাবে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে উসমান ডেম্বেলে-কোলো মুয়ানিরা জুটি গড়ে প্যারিসের দলটিকে আবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছেন।

বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে লা প্যারিসিয়ানরা। ওই ম্যাচের আগে ফ্রান্সের ফুটবল বিশেষজ্ঞ হুলিয়ান লওরেন্স দাবি করেছেন, মেসি চলে যাওয়ায় পিএসজি এখন একটা দল হিসেবে দাঁড়িয়েছে।

টিএনটি স্পোর্টসকে লওরেন্স বলেন, ‘পিএসজির ড্রেসিংরুমে এখন ইগো কম। মেসি-নেইমার ও ভেরাত্তি নেই। তারা গত মৌসুমে ছিল। মাঠে না হলেও মাঠের বাইরে দলের ডন ছিল তারা। যার প্রভাব ড্রেসিংরুমে পড়তো। সাত মৌসুম পর এমবাপ্পে প্যারিস ছাড়ার আগে অবশ্যই এটা পিএসজির সবচেয়ে বড় সুযোগ।’

গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে এমবাপ্পের মধ্যে ইগো কম দেখা গেছে বলেও মন্তব্য করেছেন লওরেন্স। কারণ এটি পিএসজির জার্সিতে তার শেষ মৌসুম। যে কারণে ফ্রান্সে নিজের শেষ মৌসুম উপভোগ করতে চেয়েছেন তিনি। এই সব কিছু মিলিয়েই পিএসজি এবার একটা দল হয়ে মাঠে পারফরম্যান্স করছে বলে দাবি করেছেন এই ফ্রান্স কোচ।

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com