বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লখনৌর হয়ে খেলতে এসএমএস পেয়েছিলেন শরিফুল

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   32 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লখনৌর হয়ে খেলতে এসএমএস পেয়েছিলেন শরিফুল

গত এক বছর ধরে বল হাতে ধারাবাহিক পারফর্ম করছেন শরিফুল ইসলাম। বিপিএল, জাতীয় দল কিংবা ডিপিএলে বল হাতে নামের প্রতি সুবিচার করছেন এই টাইগার পেসার। ধারাবাহিক পারফর্ম করে আইপিএলে ডাকও পেয়েছিলেন শরিফুল। তবে টুর্নামেন্ট খেলা হয়নি তার। এ ব্যাপারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শরিফুল।

আইপিএল খেলতে শরিফুলকে প্রস্তুাব দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। দলটি পুরো আসরের জন্যই চেয়েছিল শরিফুলকে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি না পাওয়ায় চলমান আসরে খেলতে যেতে পারেননি শরিফুল।

শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ-ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এক মাসের মতো সময়ের জন্য শরিফুলকে ছাড়তে রাজি ছিল বিসিবি। এ ব্যাপারে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শরিফুল বলেছেন, ‘লখনৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’

তবে ভবিষ্যতে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাঁহাতি পেসার। দারুণ ছন্দে থাকা শরিফুল জানালেন, ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও সুযোগ আসবে, ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশা আল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশা আল্লাহ।’

বাংলাদেশের পেসারদের প্রতি আরও আগেও আগ্রহ দেখিয়েছে লখনৌ। আইপিএলের গত আসরে এই দলটির হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবার বিসিবি তাসকিনকে অনাপত্তিপত্র দিতে রাজি না হওয়ায় আর আইপিএল খেলা হয়নি তাসকিনের। সে বছর তাসকিনকে না পেয়ে শরিফুলকে দলে নিতে চেয়েছিল দলটি। সেবারও জাতীয় দলের খেলা থাকায় ছুটি পাননি টাইগার এই পেসার।

শরিফুল-তাসকিনরা আইপিএল না খেলতে পারলেও মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই আইপিএল খেলছেন। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি।

মুস্তাফিজ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে সবসময় কথা হয়। উনি ফোন দেয়, আমি দেই। উনি বলে যে ওখানে চাপ কম। এজন্যই হয়ত বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছে।’

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com