রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে আজ। রমজান মাসে একমাসের সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র এই দিনটি। মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য এবং আফ্রিকান বেশিরভাগ দেশেই ঈদ পালন হয়েছে গতকালই। বাংলাদেশের পাশের দেশ ভারতেও তিন রাজ্যে ঈদ হয়েছে গতকাল। আজ বাকি ভারতে চলছে ঈদের আমেজ। ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

জাতীয় দলের এখন কোনো খেলা না থাকায় তারকা ক্রিকেটারদের অধিকাংশই পরিবারের সঙ্গে গ্রামে গিয়ে ঈদ পালন করছেন। তবে সাকিব আল হাসান ঈদ পালন করছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। উমরাহ পালন শেষে সাকিব সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান। ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈদ মোবারক।’

দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহ রিয়াদ নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম নিজের এলাকা বগুড়ায় নামাজ আদায়ের পর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

তরুণ পেসার শরিফুল ইসলামও ভক্তদের সঙ্গে ঈদের খুশি শেয়ার করেছেন। এছাড়া তরুণ ক্রিকেটাররা প্রায় সবাই ঈদের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সন্তান ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশেপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’

সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন চাঁদ আমাদের মাঝে আবারও সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয়েছে। সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

মুমিনুল হক ঈদ উদযাপন করছেন কক্সবাজারে। ভক্তদের শুভেচ্ছা জানাতে মুমিনুল ভুলে যাননি। তিনি লিখেছেন, ‘ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক ঈদের আনন্দ।’

লেগ স্পিনার রিশাদ হোসেন ঈদ করছেন নিজের বাড়ি নীলফামারিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিশাদ লিখেছেন, ‘ভালোবাসা, হাসি এবং উষ্ণতায় ভরা আপনাদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছি। এই ঈদ আপনাকে আপনার পরিবারকে আরও কাছে নিয়ে আসুক এবং ভালবাসার বন্ধনকে আরও শক্তিশালী করুক। ঈদ মোবারক।’

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের এই বরকতময় উপলক্ষে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!’

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com