রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাস মালিকদের সতর্ক করে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাস মালিকদের সতর্ক করে যা বললেন মাশরাফি

বাস মালিকদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টটি দেন। সেখানে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় বাস মালিকদের। পরে হুইপ মাশরাফির পারসোনাল অফিসার-১ মো. জাহিদুল ইসলামের আইডি থেকেও সেটি শেয়ার দেওয়া হয়।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নড়াইল-যশোরের একটি বাস পরিবহনের ‘নড়াইল এক্সপ্রেস’ অভিনব প্রতারণায় চটেছেন মাশরাফি। পরিবহনের ঢাকার বাস কাউন্টারে ব্যবহার করছেন হুইপ মাশরাফির ছবি ও যাত্রীদের কাছে বলছেন তার কথা।

ফেসবুকে ওই পোস্টে মাশরাফি লিখেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকরা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন, আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আর পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন?

তিনি আরও লিখেন, ‘দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ‘জাস্ট সফ্ট রিমাইন্ডার’। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com