রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পকেটে কেন ‘রোজারি’ রাখেন ডালিক

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পকেটে কেন ‘রোজারি’ রাখেন ডালিক

ঈশ্বরে অগাধ ভক্তি ক্রোয়েশিয়ার কোচ গ্লাটকো ডালিকের। তিনি ক্যাথলিক খ্রিস্টান। ক্রোয়েশিয়া ইউরোপের ছোট দেশ। তাদের অধিকাংশই ক্যাথলিক খ্রিস্টান। আর ডালিক হলেন ধর্মমনা।

তিনি বিশ্বাস করেন ফুটবল ক্যারিয়ারে, কোচিং ক্যারিয়ারে, ব্যক্তি হিসেবে তিনি যা কিছু পেয়েছেন তা ঈশ্বরের দান। সেজন্য তিনি, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। চাপে পড়লে, বিপদে পড়লে তিনি কেবল ঈশ্বরকেই স্মরণ করেন।

শুধু খেলার মাঠে নয়, তিনি যেখানেই যান তার পকেটে থাকে রোজারি (জপমালা)। তিনি বিপদে পড়লে, চাপে পড়লেই ওই রোজারি জপতে শুরু করেন। ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেন।

বিষয়টি নিয়ে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে ক্রোয়াট কোচ গ্লাটকো ডালিক বলেছিলেন, ‘আমি সঙ্গে সবসময় রোজারি রাখি। যখনই মনে হয়, কঠিন সময়ে আছি, পকেটে হাত পুরে দেই। রোজারি জপতে থাকি, এরপর সবকিছু সহজ হয়ে যায়।’

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com