রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘মেসি, মেসি’ স্লোগান শুনে বাজে অঙ্গভঙ্গি রোনালদোর

খেলা ডেস্ক   |   সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মেসি, মেসি’ স্লোগান শুনে বাজে অঙ্গভঙ্গি রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ড। রোববার রাতেও একটি রেকর্ড গড়েছেন পর্তুগিজ এই তারকা। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আল-নাসের। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। যে গোলে এগিয়ে যায় তার দল। এই গোল দিয়েই ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক ছুঁলেন সিআরসেভেন। এই মৌসুমে এটা তার ২০ ম্যাচে ২২তম গোল।

ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকেরা ‘মেসি, মেসি’ স্লোগান দিয়ে উত্ত্যক্ত করছিলেন রোনালদোকে। ইউরোপিয়ান ফুটবলে এমন অভিজ্ঞতা বহুবার হয়েছে রোনালদোর। সৌদি আরবেও ঘটেছে কয়েকবার। তবে গত রাতে সেটি আর মানতে পারেননি রোনালদো।

কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন, এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্যে করেন অশ্লীল অঙ্গভঙ্গি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা।

এমন বাজে অঙ্গভঙ্গির কারণে রোনালদোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন সৌদি আরবের ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সৌদি আরবের জনপ্রিয় এক লেখক ও টিভি উপস্থাপক ওয়ালিদ আল ফারাজ এক্সে লিখেছেন, ‘ডিসিপ্লিনারি কমিটি বড় এক পরীক্ষাতেই পড়তে যাচ্ছে। আমরা অপেক্ষা করব এবং দেখব। তুমি যত বিখ্যাতই হও না কেন, সবকিছুরই সীমা আছে। বড় লিগগুলোতে এমনটাই দেখি আমরা।’

সৌদি আরবের দৈনিক ‘আশহারক আওসাত’ জানিয়েছে এ নিয়ে তদন্ত করবে সৌদি ফুটবল ফেডারেশন। দৈনিকটির উদ্ধৃতি দিয়ে একই খবর দিয়েছে ইংল্যান্ডের ‘দ্য টেলিগ্রাফ’ও।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com