বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আম্পায়ার্স কল’ বাদ দেওয়ার পক্ষে স্টোকস

খেলা ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আম্পায়ার্স কল’ বাদ দেওয়ার পক্ষে স্টোকস

রাজকোট টেস্ট হেরে খুশি নন বেন স্টোকস। হারের পর নিজের দলের ক্রিকেটারদের নয়, বরং ভারতের মাঠে প্রযুক্তিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। ইংরেজ অধিনায়কের অভিযোগ, বেশ কয়েকটি ক্ষেত্রে ডিআরএস তাদের বিপক্ষে গেছে। সেই কারণে নিয়ম বদল করার দাবি তুলেছেন তিনি।

ভারতের বিপক্ষে ইংল্যান্ড টেস্টে আম্পায়ার্স কলের শিকার হয়েছেন জ্যাক ক্রলি। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে জাসপ্রিত বুমরার বলে ক্রলিকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ব্যাটার রিভিউ নিয়েছিলেন। সেখানে যেভাবে দেখানো হয় তাতে মনে হয়েছে, সম্ভাব্য পথ অনুযায়ী বলটি লেগ স্টাম্পের উপরিভাগ মিস করতো! শেষ পর্যন্ত ‘আম্পায়ার্স কল’ এর কারণে সাজঘরে ফিরতেই হয় তাকে। এই সিরিজে দ্বিতীয়বার সূক্ষ্ণ পার্থক্য থাকার পরেও আম্পায়ার্স কলের বলি হয়েছেন ক্রলি।

রাজকোট টেস্টের পরে স্টোকস একটি সাক্ষাৎকারে বলেন, ‘ক্রলির রিভিউ আমাকে অবাক করেছে। রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছিল, বল স্টাম্পের উপর দিয়ে গিয়েছে। তার পরেও কী ভাবে আম্পায়ার্স কল থাকল। বল স্টাম্পে লাগলে তবেই আম্পায়ার্স কল হত। সেটা হয়নি। তা হলে হয় ছবিতে কোনও ভুল ছিল, না হলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে। এ রকম ভুল প্রযুক্তি আমাদের বিরুদ্ধে গিয়েছে। এটা ঠিক নয়।’

কিন্তু বিষয়টাতে মোটেও সন্তুষ্ট হতে পারেননি স্টোকস। কথা বলার এক পর্যায়ে আম্পায়ার্স কল নিয়ে তিনি এভাবেই বলেছেন, ‘সবাই লেভেল প্লেয়িং ফিল্ড চাইবে। ভারতের মতো জায়গায় যেখানে বল ঘুরে সেখানে আম্পায়ারদের কাজটা অনেক কঠিন। আমার ব্যক্তিগত মত হচ্ছে, বল স্টাম্পে আঘাত করবে মানে স্টাম্পেই আঘাত করবে। সত্যি কথা হচ্ছে, তাদের আম্পায়ার্স কলটা সরিয়ে নেওয়া উচিত। বিষয়টা নিয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। কারণ, তাতে মনে হবে এই কারণেই বুঝি টেস্ট হেরেছি।’

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com