রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সালাউদ্দিন বাংলাদেশের কোচ না হওয়ায় অবাক মঈন

খেলা ডেস্ক   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   179 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালাউদ্দিন বাংলাদেশের কোচ না হওয়ায় অবাক মঈন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কাছ থেকে দেখেছেন মঈন আলী। তার অধীনে টানা তিন বার কুমিল্লার হয়ে খেলছেন ইংলিশ এই অলরাউন্ডার। গতবার বিপিএলের চ্যাম্পিয়নও হয়েছেন। এবার বাংলাদেশের অন্যতম সেরা এই কোচকে প্রশংসায় ভাসালেন তিনি। মঈন তো বলেই দিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার খেলা দলগুলোর মধ্যে সেরা পাঁচ কোচের মধ্যে সালাউদ্দিন একজন। বাংলাদেশের হেড কোচের আসনে সালাউদ্দিনকে না দেখে অবাকই হয়েছেন তিনি।

কুমিল্লার কোচকে বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন মেনে মঈন বলেছেন, ‘আমার খেলা দলের দিক থেকে সে (সালাউদ্দিন) বিশ্বের অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি খুব ভালো। অবশ্যই বাংলাদেশের সেরা— এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটু অবাক হয়েছি সে বাংলাদেশের প্রধান কোচ না। সে কখনও ছিল কি না, নিশ্চিত না। ওটা ভিন্ন কারণ। কিন্তু সে অন্যতম সেরা কোচ, শীর্ষ পাঁচজনের একজন।’

এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজিরও প্রশংসা করেন এই ইংলিশ তারকা, ‘আমি খুবই কমফোর্টেবল। কুমিল্লার হয়ে খেলতে আমি খুবই পছন্দ করি। শুরু থেকেই আমাদের দল সবসময় ভালো। ৩ বছর হয়ে গেল, খুবই উপভোগ করছি।’

চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন মঈন আলী। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। এরপর খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৬ রানে ২ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে পারফর্ম করাটা সহজ হয়ে যায়। তরুণদেরকেও এমন কন্ডিশনে খেলতে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com