রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের লড়াই শুরু

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের লড়াই শুরু

গত বছরের ডিসেম্বরে হয়েছিল গ্রুপ পর্বের লড়াই। আট গ্রুপের সেরা দুটি দল ওঠে শেষ ষোলোতে। এর পর হয়েছে শেষ ষোলোর ড্র। দুই মাস পর আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই।

প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কোপেনহেগেনে অতিথি হয়ে খেলবে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

প্রথম লেগে ফেভারিট ম্যানসিটিই। পুরো ফিট হওয়া আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে নকআউট পর্বে পাচ্ছে ইংলিশ ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জেতা গার্দিওলার দলের লক্ষ্য দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপের শিরোপা জেতা ম্যানসিটি এবারও আছে দারুণ ছন্দে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছেন সিটি কোচ গার্দিওলা।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com