শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে দলে নিলো রংপুর

খেলা ডেস্ক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে দলে নিলো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন রাসি ফন ডার ডুসেন। প্রোটিয়া এই টপ অর্ডার ব্যাটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঠিক কবে থেকে তাকে পাওয়া যাবে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি।

ডুসেনকে দলে নিলেও এখনই যে তাকে পাচ্ছে না রংপুর, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার। স্থানীয় সেই লিগ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন।

এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডুসেন। এমআই কেপ টাউনের হয়ে ৭ ম্যাচ খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২৩১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৫ স্ট্রাইকরেটে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি।

ডুসেনের সাম্প্রতিক ফর্মের মতোই সমৃদ্ধ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারও। ১৭৫ টি-টোয়েন্টিতে প্রায় ৩৬ গড়ে ৪ হাজার ৯১১ রান করেছেন তিনি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচে প্রায় ৩৫ গড়ে করেছেন ১০৭১ রান।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com