রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ম্যাচ সেরা হয়েও সন্তুষ্ট নন তামিম

খেলা ডেস্ক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   165 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ম্যাচ সেরা হয়েও সন্তুষ্ট নন তামিম

গত ম্যাচে চট্টগ্রাম হেরেছিল বড় ব্যবধানে। তবে আজ ঠিকই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে তারা। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা বেশ কিছু তরুণ ক্রিকেটার। আজকের জয়েও তরুণদের বড় অবদান ছিল। বিশেষ করে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন।

তামিম আউট হয়েছেন ৪৯ রান করে। তবে অর্ধশতক করতে পারলে আরো ভালো লাগতো বলে জানান তিনি, ‘অবশ্যই হতাশ (ফিফটি না করতে পারা)। যদি ফিফটি করে ম্যাচটি শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো। আর আমার দল আরও ভালোভাবে জিততে পারতো। চেষ্টা করবো এখানে যে ভুলগুলো করেছি পরবর্তী সময়ে যেন আর না হয়।’

মিরপুরের উইকেট নিয়ে তামিম বলেন, ‘আজকের ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, এটা দরকার ছিল আমাদের দলের জন্য। কারণ, শেষ ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছি ব্যাটিংয়ের কারণে। তবে আজ সবকিছু ভালো ছিল। আর দিনের বেলায় বল একটু বেশি স্পিন ও গ্রিপ করে। রাতে কুয়াশার কারণে উইকেটটা ভেজা থাকে, এজন্য বল স্কিড করে। সব মিলিয়ে সব উইকেটে আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে।’

‘শেষ ম্যাচে আমরা কিন্তু বাজে ব্যাটিং করেছি, এটা আমাদের দোষ। এটা শুধু উইকেট বা অন্য কোনো কিছুর দোষ নয়। আমর সবাই চেষ্টা করছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। রাতের খেলায় কিন্তু ঠিকই রান হচ্ছে, শুধু দিনের খেলা লো স্কোরিং হচ্ছে।’-আরো যোগ করেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com