রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে খেলবেন মিলার

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   179 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরিশালে খেলবেন মিলার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালে খেলবেন ডেভিড মিলার। এই প্রোটিয়া ব্যাটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

মিলারকে আসরের শুরুর দিকে পাবে না বরিশাল। তবে আসরের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে ৩ থেকে ৪ টি ম্যাচে এই দেখা যাবে এই প্রোটিয়া হার্ড হিটারকে।

মিজানুর বলেন, ‘বিপিএলের শেষের স্লটে পাওয়া যাবে মিলারকে। সেক্ষেত্রে ৩ থেকে ৪ টি ম্যাচে বরিশালের হয়ে খেলবে সে।’

এবারের আসরে বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছাড়াও দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটার। সবমিলিয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুনরা।

রিটেইন ও ডিরেক্ট সাইনিংক-

মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালেগে, ডেভিড মিলার।

ড্রাফট-

মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, দিনেশ চান্ডিমাল।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com