শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে : পাপন

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   66 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে : পাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লড়ছেন তার এলাকা কিশোরগঞ্জের ভৈরভ থেকে। আর সেখানেই আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।

এ সময় সাকিব এবং মাশরাফির নির্বাচন প্রসঙ্গে পাপন বলেন, ‘কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে (সাকিব) সবাই ভোট দেবে।’

পাপন বলেন, ‘সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। ওকে সামনাসামনি দেখতে পাওয়া…. যারা নাকি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।’

বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন মাশরাফি-সাকিব দুজনই। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্নে পাপন বলেন, ‘বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’

নির্বাচনে জয়ী হলে সাকিব খেলবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ওর সাথে তো কথা হয়েছে ও খেলবে। মানে ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা। সেটাই জানি। আমার ধারণা ও খেলবে।’

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com