রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

খেলা ডেস্ক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে সফরকারী বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। পূর্ব লন্ডনে বাফেলো পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

তবে বাংলাদেশের সমর্থকদের জন্য দুঃসংবাদ, দেশ থেকে কোনো চ্যানেলে দেখা যাবে না ম্যাচটি। তবে টফিতে ফ্রিতেই উপভোগ করার সুযোগ থাকছে। বাংলালিংকের ডিজিটাল এই প্ল্যাটফর্মটির অ্যাপস কিংবা ওয়েব ভার্সনে দেখা যাবে লাইভ ম্যাচ।

প্রথম টি-টোয়েন্টি জিতে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ নারী দল। শেষ পর্যন্ত ১-১ সমতায় সেই সিরিজ শেষ করেছে তারা। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ড্র করতে পারাটাও বড় প্রাপ্তি। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডেতে নামছে টাইগ্রেসরা।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২০ ডিসেম্বর। পচেফস্ট্রোমের সেনেস পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দুই দিন বিরতির পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর। বেনোনের উইলোমোরে পার্কে হবে ম্যাচটি। এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ২ উইকেটে ১৪৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন,রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকার একাদশ

তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, ডেলমি টাকার, নাদিনে দে ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, নঙ্কুলুলেকো ম্লাবা, সিনালো জাফটা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস।

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com