শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় ছন্নছাড়া ব্যাটিংয়ে কিছুটা এলোমেলো দেখাচ্ছিল বাংলাদেশকে। ১৮৯ রান তাড়ায় স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল টাইগার যুবারা। তবে আরিফুল ও আহরার আমিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ।

শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে বাংলাদেশের প্রয়োজন ৮৫ বলে ৩৯ রান। হাতে উইকেট আছে এখনো ৭টি।

খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে সেঞ্চুরির পথে রয়েছেন আরিফুল। ৮৭ বলে ৮৭ রান করে ক্রিজে রয়েছেন। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ৮৯ বলে ৩৯ রান করা আহরার আমিন। এ দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৮৫ রান।

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে আবারও সেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। শুক্রবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশি বোলাররা। পেসার মারুফ মৃধা একাই ধসিয়ে দেন ভারতের ব্যাটিং অর্ডার।

মুশের খান ও মুরুগান আভিষেকের প্রতিরোধে শেষ পর্যন্ত ৪২ ওভার ৪ বলে ১৮৮ রান তুলে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন মারুফ।

জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আসরে দারুণ ফর্মে থাকা আশিকুর রহমান শিবলি। তাদের জুটি থেকে আসে ১৯ রান।

ইনিংসের ষষ্ঠ ওভারে স্রেফ আত্মাহুতি দিলেন রিজওয়ান। নমন তিওয়ারির বলে শচীন দাসকে ক্যাচ প্রাকটিচ করিয়ে সাজঘরে ফিরলেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৩ রান। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা আসে শিবলির দুঃখজনক রানআউটে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিবলি আজ রান আউট হয়ে ফেরার আগে করেছেন ২২ বলে ৭ রান।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com