রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ফিফার বর্ষসেরার তালিকায় মেসি

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও ফিফার বর্ষসেরার তালিকায় মেসি

লিওনেল মেসি যেন থামছেনই না। ছত্রিশে এসেও ছুটছেন এই আর্জেন্টাইন মহাতারকা। কদিন আগেই জিতেছেন নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর। এবার মনোনয়ন পেয়েছেন ফিফার বর্ষসেরার তালিকায়। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং পিএসজি ও ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

এই তিন জনের মধ্য থেকে একজনকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হবে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

লন্ডনে আগামী ১৫ জানুয়ারি ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেরা খেলোয়াড় নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। মেসিকে তালিকায় রাখার প্রসঙ্গে ফিফা এনেছে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ। হালান্ডের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে ম্যানচেস্টার সিটির হয়ে তার ট্রেবল জেতানো মৌসুম। অন্যদিকে ফ্রান্স এবং পিএসজির হয়ে নিয়মিত গোল করে সেরা তিনে এসেছেন এমবাপে।

২০১৬ সাল থেকে ফিফা ‘দ্য বেস্ট’ নামে বর্ষসেরা খেলোয়াড়, কোচদের পুরস্কারের প্রচলন করে আসছে। এখন পর্যন্ত সর্বোচ্চ দুইবার করে ফিফার দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভানডফস্কি এব্বং লিওনেল মেসি। সবশেষ ২০২২ সালে এই পুরস্কার পেয়েছেন মেসিই।

প্রাথমিকভাবে প্যানেলের পক্ষ থেকে ১২ জনের নাম মনোনয়ন দেওয়া হয়, যেখান থেকে বাছাই করা হয়েছে চূড়ান্ত তিনজনকে। এর আগে সেরা কোচ এবং সেরা গোলরক্ষকের তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেরা গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন মরক্কোর ইয়াসিন বুনো, বেলজিয়ামের থিবো কোর্তোয়া ও ব্রাজিলের এডারসন। অন্যদিকে সেরা কোচের জন্য ফিফার মনোনয়ন পেয়েছেন পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি।

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com