শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমিঙ্গো যুগের কথায় বিরক্ত হাথুরু

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   33 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমিঙ্গো যুগের কথায় বিরক্ত হাথুরু

টেস্ট স্ট্যাটাস পাওয়ার দুই দশক পেরিয়ে গেলেও এখনও লঙ্গার ভার্সনের এই ফরম্যাটে বড় কোন দলও হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বড় দলগুলোর বিপক্ষে প্রায়ই হিমশিম খেতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এরমাঝেও কিছু অসাধারণ জয়ের সুখস্মৃতি জমা হয়েছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ এলে সেই জয়গুলোর কথাই উঠে আসে বারেবারে।

২০২২ সালের জানুয়ারীতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। টাইগারদের স্মরণীয় জয়ের তালিকায় নিঃসন্দেহে ওপরের দিকেই থাকবে এই জয়। সাবকে কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে প্রায় দুই বছর আগে বাংলাদেশ জিতেছিল সেই টেস্ট। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও আসলো সেই ম্যাচের কথা। তবে ডোমিঙ্গো যুগের এই ম্যাচের কথা শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে খানিক বিরক্তি নিয়েই যেন হাথুরুসিংহে বললেন, ‘অন্য একটা দেশের কথা বলছেন আপনারা। এটা সম্পূর্ণ ভিন্ন খেলা।’

সিলেটের মাঠ নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা এখানে খুব বেশি টেস্ট ম্যাচও খেলিনি। একটি টেস্ট খেলেছি, যদি আমি ভুল না করে থাকি। আমরা জানি না, উইকেট কেমন আচরণ করবে। কারণ, আমাদের এখানে খেলার ইতিহাস নেই। এই মুহূর্তে আমাদের জন্য সবই অজানা।’

দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেললেও হাথুরু বললেন জাতীয় লিগের কথা, ‘এনসিএল ম্যাচ, আমরা এনসিএল ম্যাচ ব্যবহার করেছি খেলোয়াড়দের প্রস্তুতির জন্য। বিশেষ করে যারা বিশ্বকাপে খেলেছিল, তাদের জন্য। বেশির ভাগ ব্যাটসম্যানই সেই সুযোগটা কাজে লাগিয়েছে। এ ছাড়া বাকিরাও এনসিএল খেলছিল।’

তরুণদের নিয়ে গড়া এই দল নিয়ে প্রধান কোচ বলেন, ‘আপনি দেখতে পাচ্ছেন যে এই দলটা একদমই নতুন চেহারার বাংলাদেশ দল। নানা কারণেই এটা হয়েছে, কিছু চোট…। আমি মনে করি, আমরা যতটা সম্ভব প্রস্তুত।’

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com