রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে কোহলিরা এখন ঢাকায়

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে কোহলিরা এখন ঢাকায়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ সাত বছর পর ঢাকায় পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৫০ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত-কোহলিরা।

সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল টিম ইন্ডিয়া। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। আর একমাত্র টেস্টটি ড্র হয়। অবশ্য ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির দল।

সফরকারীরা অনুশীলন শুরু করবে ২ ডিসেম্বর থেকে। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর শুরু টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর মিরপুরে।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com