রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাদের নিয়ে কে কী বলছে দেখার সময় নেই’

খেলাধূলা ডেস্ক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আমাদের নিয়ে কে কী বলছে দেখার সময় নেই’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিল সাকিবরা। এরপর তো টানা হার। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। সর্বশেষ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।

টাইগারদের এমন পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কিন্তু এসব সমালোচনা তেমন একটা পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।’

এর আগে লিটন আরও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করব দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’

Facebook Comments Box

Posted ৮:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com