
খেলাধূলা ডেস্ক | শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেরেছে পাকিস্তান। ২৩ অক্টোবর বাবর আজমের দল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে।
চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক হলে পাকিস্তান ওই ম্যাচেও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, বোর্ড চেয়ারম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
তিনি বলেছেন, ‘একবার মোমেন্টাম হারালে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। পাকিস্তানের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে। যেটা পাকিস্তানের জন্য সহজ ম্যাচ হবে না। কারণ পাকিস্তান স্পিন তেমন ভালো খেলতে পারছে না।’
বেঙ্গালুরুয় পাকিস্তান শুরুতে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলেছিল। ম্যাচের পঞ্চাম ওভারে জীবন পেয়ে ওয়ার্নার খেলেন ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস। রমিজ রাজার মতে, ক্যাচ ফেরার পরে এমন কঠিন শাস্তি দিতে ওয়ার্নারের মতো কাউকে দেখেননি তিনি।
রমিজ বলেন, ‘আমি ক্যাচ মিসের জন্য এভাবে কাউকে কঠোর শাস্তি দিতে দেখিনি। অনেক ক্যাচই তো পড়ে, কিন্তু কাউকে এভাবে ১৫০-১৬০ রান করতে দেখিনি। এটা পাকিস্তানের জন্য ঘুম থেকে ওঠার ডাক। শিক্ষা যে- ক্যাচ ধরতে না পারলে বড় সাজা ভোগ করতে হবে।’
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩
nykagoj.com | Stuff Reporter