
খেলাধূলা ডেস্ক | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত | পড়ুন মিনিটে
ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান। ওপেনিংয়ে ৪১ রানের জুটি দিয়ে ফিরে যান আব্দুল্লাহ শফিক ও ইমাম উল। এরপর রিজওয়ানকে নিয়ে গড়া বাবর আজমের ৭৮ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ।
পরেই জোড়া আঘাতে ম্যাচের লাগাম ভারতের হাতে এনে দেন লেগ স্পিনার কুলদীপ যাদব। এরপর ফিফটির মুখে থাকা রিজওয়ানকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। পাকিস্তান ১৩ রানের মধ্যে হারিয়েছে ৪ উইকেট।
পাকিস্তান ৩৪ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।
আগের ম্যাচে সেঞ্চুরি করা শফিক ২৪ বলে ২০ রান করে সিরাজের বলে লেগ বিফোর হয়েছেন। পরে ৩৬ রান করে ক্যাচ দিয়েছেন ইমাম উল। সিরাজের বলে বাবর বোল্ড হয়েছেন ৫৮ বলে সাত চারে ৫০ রানের ইনিংস খেলে।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
nykagoj.com | Stuff Reporter