রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডি ককের সেঞ্চুরিতে তিনশ’ পার দক্ষিণ আফ্রিকার

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডি ককের সেঞ্চুরিতে তিনশ’ পার দক্ষিণ আফ্রিকার

শ্রীলঙ্কাকে রান বন্যায় ভাসিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ডি ককের ব্যাটে আগের ম্যাচের মতই আগ্রাসী শুরু করে প্রোটিয়ারা। একসময় মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংগ্রহ হয়তো ৩৫০ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ ১০ ওভারে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে প্রোটিয়ারা থামে ৩১১ রানে। আসরের প্রথম জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার টার্গেট ৩১২ রান।

লখনৌতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ডি কক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাভুমা। দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। ৫৫ বলে ২ বাউন্ডারিতে বাভুমা ৩৫ রান করে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ডি কক।

৫১ বলে ফিফটি পূর্ণ করা উইকেট কিপার এ ব্যাটার তিন অঙ্কে পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯তম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নিলেও নিজের ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারলেন না ডি কক (১০৯)। গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। এর আগে উইকেটে থিতু হওয়ার আগেই জাম্পার ঘূর্ণিতে ফিরেন রাসি ভ্যান ডার ডুসেন (৩৫)।

ডি ককের বিদায়ের পর ক্লাসেনের সঙ্গে জুটি বাঁধেন মার্করাম। এর মাঝেই মার্করান তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৪১ বলে ৫০ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৬টি চারের মার ও ১টি ছয়ের মার। অর্ধশতকের পর প্যাট কামিন্সের শিকার হয়ে ৪৪ বলে ৫৬ করে ফিরেন মার্করাম। তার বিদায়ের পর রানের গতি কিছুটা হলেও মন্থর হয়ে যায়।

একটা সময় মনে হচ্ছিল তিনশ’ রান করতে পারবে না প্রোটিয়ারা। ক্লাসেন ২৭ বলে ২৯ রান করে সাজঘরে ফেরার পর শেষ দিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ রান ও ডেভিড মিলারের ১৭ রানে ভর করে ৭ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার পক্ষে ২ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ২টি উইকেট নেন মিচেল স্টার্ক, ১টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মালান, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিনি, কাগিসু রাবাদা ও তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা ও জস হ্যাজলউড।

Facebook Comments Box

Posted ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com