রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ‘ইংলিশ পাওয়ার’ দেখাতে চান লিভিংস্টোন

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশকে ‘ইংলিশ পাওয়ার’ দেখাতে চান লিভিংস্টোন

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওদিকে আফগানদের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় তুলে নিয়েছে। দুই দল মঙ্গলবার ধর্মশালায় মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ওই ম্যাচে ইংলিশ পাওয়ার দেখাতে চান দলটির অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

ধর্মশালার কন্ডিশন তাদের বেশ পরিচিত। ইংল্যান্ডের সঙ্গে মিল আছে বলে উল্লেখ করেছেন তিনি। উইকেট ব্যাটিং সহায়ক হয়। বাউন্ডারিও ছোট। সব মিলিয়ে নিউজিল্যান্ড ম্যাচ ভুলে বাংলাদেশ ম্যাচ দিয়ে নতুন শুরু করতে চান টুকটাক লেগ স্পিনের সঙ্গে ঝড়ো ব্যাটিং করতে পারা লিভিংস্টোন। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম প্লানেট স্পোর্টস দিয়েছে এই খবর।

লিভিংস্টোন বলেছেন, ‘এটা অসাধারণ একটি মাঠ। যদি দিনটা ভালো যায়, তাহলে ব্যাটিং করার জন্য অসাধারণ জায়গা। এখানকার কন্ডিশন আমাদের সঙ্গে ভালো স্যুট করে। আমরা পূর্বে যা হয়েছে তা ভুলে কঠোরভাবে ঘুরে দাঁড়াতে চাই। এখানে ভালো খেলে টুর্নামেন্টে নতুন শুরু করতে চাই।’

ইংলিশ মিডল অর্ডার ব্যাটার জানিয়েছেন, ধর্মশালার উইকেটে বল সহজে ব্যাটে আসে, শট খেলা যায়। শট খেলার বিষয়ে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাদের দলে যে ধরনের শক্তি আছে, তার সঙ্গে এই কন্ডিশন ইংলিশ পাওয়ার দেখানোর মতো। এছাড়া লিভিংস্টোন জানিয়েছেন, ধর্মশালায় ভালো স্মৃতিও আছে তার।

তিনি বলেছেন, ‘এখানে খেলতে আসলে মনে হয়, বল যেন উড়ছে। আপনি তা অনুভব করতে পারবেন। অনেকটা ইংল্যান্ডের উইকেটের মতো। ভালো শুরু দিতে পারলে, এখানে বড় রানের আশা করা যায়। এখন পিছনে তাকিয়ে আফসোস করার কোন সুযোগ নেই। এক ম্যাচ আমাদের টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে দেয়নি। শুরুতে কোন কোন ম্যাচ হেরেও বিশ্বকাপ জেতা যায়, আমরা তা আগেও দেখিয়েছি।’

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com