
খেলাধূলা ডেস্ক | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 104 বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বকাপের ডামাডোল বেজে উঠতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পর্দা উঠবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের। প্রথমবারের মতো এককভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে ভারতের বিভিন্ন শহরে ছুটছে অংশগ্রহণকারী দলগুলোকে। ভারতের ১০টি শহরে গড়াবে এবারের বিশ্বকাপ। তাই পর্যটনের জন্য বিখ্যাত দেশটি ঘুরে দেখারও সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন আয়োজন করছে আয়োজক আইসিসি। এক আয়োজনে বাংলাদেশের তিন ক্রিকেটারের কাছে বিশ্বকাপের জন্য ভারত সফরে কী খেতে চান, তা জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের জবাবে অধিনায়ক সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ ভিন্ন ভিন্ন জবাব দিয়েছেন।
ভারতে মাটন রোগান জোসের স্বাদ নিতে চান সাকিব। অন্যদিকে মাহমুদউল্লাহর পছন্দ বাটার চিকেন। এ ছাড়া অনেক অনেক মজাদার খাবার খেতে চান তাসকিন। মূলত বিভিন্ন রকমের বিরিয়ানির স্বাদ নিতে চান এই পেসার।
বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
nykagoj.com | Stuff Reporter