রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাটলারের কণ্ঠে অবসরের সুর

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বাটলারের কণ্ঠে অবসরের সুর

বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার পর রেকর্ডেড এক ইন্টারভিউতে অবসরের কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এবার সেই পথে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অবসরের কথা বললেন তিনি। বাটলার জানিয়েছেন, বিশ্বকাপের পরেও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। যদিও এক দিনের ক্রিকেটে আর না-ও দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।

শনিবার গৌহাটিতে প্রস্তুতি ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশ দলটির। যদিও বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এদিনই ইংল্যান্ড দলপতি বাটলার ওয়ানডে ক্রিকেট থেকে দ্রুতই অবসরের চিন্তার কথা বলেছেন। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান।

তিনি বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলব। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছুতে থাকে না। আমি চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভাল রাখতে হবে।’

তবে তিনটি ফরম্যাটেই যে খেলবেন এমন নয়। বাটলারের ইচ্ছা, ছোট ফরম্যাট খেলা। তার জন্য একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে হতে পারে তাকে। বাটলার বলেন, ‘সব ফরম্যাট খেলতে পারব কি না জানি না। এখন টি-টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই টি-টোয়েন্টি চালিয়ে যাবো। তবে এ জন্য একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নেবো।’

Facebook Comments Box

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com