রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ বছরেই অবসরের ঘোষণা নাভিন উলের

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ বছরেই অবসরের ঘোষণা নাভিন উলের

টেস্ট খেলেন না নাভিন উল হক। সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ানডে ও টি-২০ খেলেন তিনি। এর মধ্যে ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি আফগান পেসার। অথচ তার বয়স সবে ২৪ বছর।

ভারতে আগামী ৫ অক্টোবর বসবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপ খেলেই অবসর নেবেন তিনি। ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ওয়ার্কলোড কমানোর কথা বলেছেন আইপিএলসহ বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো এই তরুণ।

নাভিন উল বলেছেন, ‘বিশ্বকাপের পর আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেব। কারণ ওয়ার্কলোড এবং সম্প্রতি যেসব ইনজুরির মধ্যে দিয়ে গেছি তার কারণে। আমার চিকিৎসক এবং ফিজিও আমাকে এমন পরামর্শই দিয়েছেন।’

ওয়ানডে ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে চান নাভিন উল। ক্যারিয়ার দীর্ঘ করতেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। নাভিন উলের মতে, এটা তার ভাগ্য যে, বিশ্বকাপে খেলার জন্য তিনি ফিট হতে পেরেছেন।

নাভিন উল আফগানিস্তানের হয়ে সাতটি ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালে অর্থাৎ ১৭ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। তিনি ২৭টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। গত মৌসুমে লক্ষ্নৌ সুপার জায়ান্টের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন লিগে টি-২০ খেলেছেন ১৪৫টি।

Facebook Comments Box

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com