
খেলা ডেস্ক | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
নিজেদের জালে বল পাঠিয়ে দেওয়া, প্রতিপক্ষের ফুটবলারের পায়ে বল দিয়ে গোল খাইয়ে দেওয়া নিয়ম বানিয়ে ফেলেছেন হ্যারি মাগুইরে। ইউরো বাছাইপর্বে এবার স্কটল্যান্ডের বিপক্ষে অবাক করা আত্মঘাতী গোল করেছেন তিনি।
তার ওই ভুলের মাশুল দিতে হয়নি ইংল্যান্ডের। ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় ইংল্যান্ড। ফোডেনে ৩২ মিনিটে ও বেলিংহ্যাম ৩৯ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হয়ে হ্যারি মাগুইরে মাঠে নামেন। এরপর ৬৭ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দেন তিনি।
ওই গোলে ম্যাচ ২-১ ব্যবধানে দাঁড়ায়। ম্যাচে ফেরে স্কটল্যান্ড। তবে হ্যারি কেন ৮১ মিনিটে গোল কর দলের সহজ জয় এনে দেন। আত্মঘাতী গোল দেওয়ায় মাগুইরে অনুমিতভাবে সমালোচনার শিকার হচ্ছেন। তাদের এক হাত নিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
Posted ৫:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter