
খেলা ডেস্ক | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত | পড়ুন মিনিটে
পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলের মহাতারকাকে ছাড়াই পর্তুগাল জয় পেয়েছে বড় ব্যবধানে। অপেক্ষাকৃত দুর্বল লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। দলটির হয়ে জোড়া গোল করেছেন গনজালো ইনাসিও, গনজালো রামোস ও ডিয়োগো জোটা। এছাড়া একটি করে গোল করেছেন রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ এবং জোয়াও ফেলিক্স।
এই জয়ে ইউরো ২০২৪–এর বাছাইপর্বে অপরাজিত থাকল পর্তুগাল। শুধু তাই নয়, এখন পর্যন্ত পর্তুগাল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২৪ বার। বিপরীতে হজম করেনি এক গোলও। এখন পরের ম্যাচ দিয়েই জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর টিকিট নিশ্চিত করে ফেলতে পারে পর্তুগাল।
তিন ম্যাচ হাতে রেখে ইউরোর টিকিট পেতে হলে স্লোভাকিয়ার বিপক্ষে জিততে হবে পর্তুগালকে আর সে সঙ্গে প্রার্থনা করতে হবে আইসল্যান্ডের বিপক্ষে লুক্সেমবার্গ যেন জয় না পায়। তবে এই সমীকরণ না মিললেও দুশ্চিন্তার কিছু নেই। পর্তুগাল যে ছন্দে এগোচ্ছে, ইউরোর টিকিট পাওয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter