রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, দাদিরা ঘোষণা করলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, দাদিরা ঘোষণা করলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এরেই মধ্যে দল ঘোষণা করেছে কয়েকটি দেশ। সেখানে পিছিয়ে নেই নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে বোর্ড কর্মকতারা দল ঘোষণা করেননি। দল ঘোষণা করেছেন স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়দের পরিবারের সদস্যরা।

বিশ্বকাপে ঠাঁই পাওয়া ক্রিকেটারদের পরিচয় করাতে কারো ছেলে-মেয়ে, কারো স্ত্রী, কারো দাদি কিংবা বাবা-মা ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করেন তাদের নাম। এমন অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণার বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকে বোর্ড।

ভিডিওর শুরুতেই একটি ছোট্ট শিশু মায়ের কোলে বসে শিখিয়ে দেওয়া কথাগুলো বলছে এভাবে, ‘১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন।’ বুঝতে বাকি নেই সেই নারী হলেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম, শিশুটি তার ৪ বছর বয়সী মেয়ে ম্যাগি। আর উইলিয়ামসন হলেন নিউজিল্যান্ড ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর খেলোয়াড়।

ইনজুরি ইস্যুতে কেইন উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা থাকলেও সেটি কাটিয়ে অধিনায়করূপেই বিশ্বকাপ দিয়ে ফিরছেন তিনি। উইলিয়ামসন ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মার্টিন গাপটিলের। ১৫ জনের দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনের।

এদিকে ভারতের উইকেটের কথা মাথায় রেখে কিউইদের দলে রাখা হয়েছে তিন স্পিনারকে। মিচেল স্যান্টনার, ইশ সোধির সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সামলাবেন এই ডিপার্টমেন্ট।

বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।

Facebook Comments Box

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com