রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ধারাবাহিকতাই এখন দলের লক্ষ্য’

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   109 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ধারাবাহিকতাই এখন দলের লক্ষ্য’

বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বালির মতো। শক্ত হলে পা ডুববে না। চোরাবালি হলে পুরো শরীর ডুবে যাবে। কখনও বালির বাধ। আবার সমুদ্রকে সৈকতে আটকে রাখা বালিও বটে। এই ব্যাটিং লাইন আপে ‘বিশ্বাস করলেন তো ঠকলেন’।

এই যেমন এশিয়া কাপের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। লাহোরে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ তুলেছে। একই ব্যাটিং স্বর্গে পাকিস্তানের বিপক্ষে দুইশ’ রানও করতে পারেনি দল।

দলের ব্যাটিংয়ের এই উত্থান-পতন নিয়ে ‘অজুহাত’ দেওয়ার জায়গা কম। একদিনের ব্যবধানে ব্যাটিং লাইন আপ তো বাজে হতে পারে না। তবু বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস একটা অজুহাত বের করলেন। দলটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি তার।

শুধু অজুহাত নয় কিছু স্বীকারোক্তিও আছে তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যেমন বলেছেন, তাদের মূল লক্ষ্যই এখন ব্যাটিংয়ে ধারাবাহিক হওয়া, ‘অনেকদূরে না তাকিয়ে আমি বলবো এটা কেবল ধারাবাহিকতার বিষয়। এই মুহূর্তে আমরা সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছি। পরিবর্তনের মধ্য দিয়েও যাচ্ছি। সুতরাং আমি মনে করি, আমাদের লক্ষ্য এখন ধারাবাহিক হওয়া।’

পোথাস মনে করেন, লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায় এবং সেখানে প্রচণ্ড গরম থাকায় ব্যাটাররা সহজ অপশনে ক্লিক করেছে। তা হলো- পাকিস্তানের পেস আক্রমণ শক্তিশালী জেনেও তাদের বিরুদ্ধে শুরুতে আক্রমণ করে খেলা। উইকেট হাতে থাকলে পাওয়ার প্লেতে আক্রমণে দোষ দেখেন না তিনি। কিন্তু প্রতিপক্ষের বোলিং আক্রমণ শক্তিশালী হলে ম্যাচ গভীরে নেওয়ার পরিকল্পনা বেশি কার্যকরী।

পোথাস বলেন, ‘টস জিতে ব্যাটিং নেওয়া মানে আপনি স্কোর বড় করতে চাইবেন। তবে এলিট বোলিং আক্রমণের বিষয়টিও ভাবতে হবে। আমাদের ম্যাচটা গভীরে নিতে হতো, শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের এই জায়গায় উন্নতি আনা দরকার। বিষয়টি অত সহজও নয়। তাহলে তো সকলেই তা করে ফেলতো।’

Facebook Comments Box

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com