রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলবেন সাকিব

খেলা ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলবেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী বছরের শুরুতে মাঠে গড়ানোর কথা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টকে ঘিরে চলতি মাসে বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে দলগুলো কিছু ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নিতে পারবে। আসরের অন্যতম দল রংপুর রাইডার্স সেই সুযোগেই এবার সাকিব আল হাসানকে দলে নিয়েছে।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক নিজেদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় সাকিবকে ফেরানোর খবর জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় রংপুর রাইডার্স পরিবার, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে আমরা সাকিব আল হাসানকে একবার সাইন করিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। শেষ তিন-চার বছর ধরে আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে, রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাআল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে ৩জনকে ধরে রেখেছে তারা। এই তালিকায় আছেন শেখ মাহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

Facebook Comments Box

Posted ৮:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com