
খেলা ডেস্ক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত | পড়ুন মিনিটে
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিওঁ’র বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার লিগ ওয়ানের এই ম্যাচে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং আশরাফ হাকিমি।
এক সময়ে ফরাসি লিগে রাজত্ব করা লিওঁ ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি। এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি পায় পিএসজি। স্পট-কিক থেকে সাতবারের লিগ চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন এমবাপ্পে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটা করেন এই তারকা খেলোয়াড়। মাঝে একটি করে গোল করেন হাকিমি ও অ্যাসেনসিও।
দ্বিতীয় হাফে অবশ্য গোল করতে পারেনি পিএসজি। উল্টো এক গোল হজম করে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেয় লিওঁ মিডফিল্ডার কোরেন্টিন টলিসো। এরপর আর গোল না হলে, শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এলো পিএসজি। আর লিওঁ অবস্থান টেবিলের একেবারে তলানিতে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Stuff Reporter