রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোকে রেখেই পর্তুগাল দল ঘোষণা

খেলা ডেস্ক   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোনালদোকে রেখেই পর্তুগাল দল ঘোষণা

তবে সেই হতাশা কাটিয়ে আবার মাঠে নামছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়া এবং লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। সদ্য ঘোষিত দলে ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অধিনায়ক হিসেবে রেখেই মাঠে নামবে পর্তুগাল।

বয়স ৩৮ পেরিয়ে গেলেও পারফরম্যান্সে এখনো উজ্জ্বল রোনালদো। ছেদ পড়েনি এ স্ট্রাইকারের। ইউরোপ পর্ব শেষে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে গোল করে চলেছেন তিনি। প্রথমবার ক্লাবকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। আসরের সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি।শ

সৌদি প্রো লিগের চলতি মৌসুমেও চলছে রোনালদো ম্যাজিক। ইতোমধ্যে ৩ ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করে আগস্ট মাসের সেরার দৌড়ে আছেন তিনি। এমন পারফর্মের পর রোনালদোকে উপেক্ষা করতে চাননি কোচ মার্টিনেজ। রোনালদো ছাড়াও তারকাখচিত দলের প্রায় সবাইই ডাক পেয়েছেন। দলে আছেন হোয়াও কানসেলো, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স, দিওগো জোটা, গঞ্চালো রামোসরা।

আগামী বছরের জুনে জার্মানিতে বসবে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছে ইউরোপের দলগুলো। ‘জে’ গ্রুপে থাকা পর্তুগাল ইতোমধ্যে খেলা ৪ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে।

দিওগো কস্তা, হোসে সা, রুই প্যাট্র্রিসিও, অ্যান্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, গঞ্চালো ইনাচিও, রুবেন দিয়াজ, টটি গোমস, দিওগো দালোত, হোয়াও কানসেলো, নেলসন সেমেদো, পেদ্রো নেটো, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ওটাভিও, ভিতিনিয়া, বের্নার্দো সিলভা, হোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, ক্রিশ্চিয়ানো রোনালদো, দিওগো জোটা ও গঞ্চালো রামোস।

Facebook Comments Box

Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com