রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্টের সঙ্গে জামাল ভূঁইয়া

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্টের সঙ্গে জামাল ভূঁইয়া

আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।

এসময় এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। মঙ্গলবার তাপিয়ার সঙ্গে ছবি শেয়ার করে জামাল লেখেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে তার অফিসে আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। আমরা দুজনই বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একে অন্যের প্রতি ভালোবাসার বিষয়ে ঐক্যমত এবং আশা করি ভবিষ্যতে এটা দারুণ কিছু উপহার দেবে আমাদের।’

অবশ্য শুধু জামালই নন, একই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন তাপিয়াও। জামালের হাত থেকে জার্সি গ্রহণের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখানে আসার জন্য ধন্যবাদ। বাংলাদেশিদের আর্জেন্টিনা ফুটবলে স্বাগতম।’

এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’ এর ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com