মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছবিতে ভারতের চাঁদ জয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছবিতে ভারতের চাঁদ জয়ের গল্প

চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামা ভারতই প্রথম দেশ যারা পৃথিবীর একমাত্র উপগ্রহটির রহস্য ঘেরা অন্ধকারচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার।

সম্প্রতি চন্দ্রাভিযানে গিয়ে রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাস গড়ল ভারতের চন্দ্রযান-৩। আর এই ইতিহাস গড়ার দিনে ভারতের বাধভাঙ্গা উচ্ছ্বাস আর তাদের চন্দ্রাভিযান নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত ছবি নিয়ে তাদের চন্দ্র জয়ের গল্প তুলে ধরা হলো-

আহমেদাবাদে গুজরাট সাইন্স সিটির অডিটোরিয়ামে বসে বড়পর্দায় সরাসরি ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমকে চাঁদের মাটিতে অবতরণ করতে দেখেছে সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

রুদ্ধশ্বাস এক মুহূর্ত! চাঁদের মাটি থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে ল্যান্ডার বিক্রম। ছবি: বিবিসি

ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন। ছবি: বিবিসি

চন্দ্রযান আর চাঁদ হাতে শিশুরাও উদযাপন করছে। ছবি: বিবিসি

ইসরোর কন্ট্রোল রুমে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। ছবি: বিবিসি
ইসরোর সামনের রাস্তায় মানুষের বাধভাঙ্গা উচ্ছ্বাস। ছবি: বিবিসি

চাঁদের মাটিতে নেমে আসার ঠিক আগ মুহূর্তে শেষ ক্লিকে এই ছবি তুলে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ছবি: ইসরো

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। ছবি: বিবিসি
চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফ পানি অথবা জমাট বাঁধা বরফ রয়েছে। এতে ওই স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস। যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে
গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com