সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাঁদের প্রথম ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   109 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদের প্রথম ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’

মহাকাশ থেকে ‘চন্দ্রযান-৩’-এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ছবিতে দেখা যায়, মহাকাশযান যত কাছে যাচ্ছে, ততই চাঁদের গর্তগুলিকে বড় মনে হচ্ছে। খবর বিবিসির

রোববার রাতে টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই ভারতীয় মহাকাশযানটি।

এ অভিযান সফল হলে ভারতই প্রথম দেশ হবে, যা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে অবতরণ করতে যাচ্ছে। ভারতের আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রেসবিজ্ঞপ্তিতে বলে, তারা চন্দ্রযান-৩ কে সবসময় পর্যবেক্ষণ করছেন। মহাকাশযানটি স্বাভাবিকভাবে চলছে।

সংস্থাটি আরো বলছে, ইসরো তৃতীয়বারের মত সফলভাবে চাঁদের কক্ষপথে মহাকাশযান পাঠিয়েছে।

ইসরো জানায়, সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে মিশনটি। তারপর চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com