শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজ উন্নয়নে নারীর ভূমিকাঃ আফরোজা ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   351 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সমাজ উন্নয়নে নারীর ভূমিকাঃ  আফরোজা ইসলাম

পৃথিবীর জনসংখ্যার অর্ধেকেই নারী।নারীকে অন্ধকারে রেখে মানব সমাজ কখনোই শক্তিশালী হতে পারে না ।নারীকে আমরা বলি শক্তি স্বরূপা। `কোনকালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,প্রেরণা দিয়াছে,শক্তি দিয়াছে বিজয় লক্ষীনারী।‘

সৃষ্টির প্রথমে বিধাতার ইচ্ছায় বেহেস্তে সৃষ্টি হয় আদম ও হাওয়া ।তখন থেকেই অদ্যাবধি নারীপুরুষের সম্মিলিত শ্রম ও চেষ্টায় আমাদের সমাজ জীবনের বৃদ্ধি,সুখ, শান্তি ও সমৃদ্ধি নির্ভরশীল ।আদিম সমাজে গুহাবাসী মানুষও সমাজবদ্ধ ছিল । সেখানে নর-নারী উভয়ই সমান ভূমিকা পালন করেছে।সুতরাং সংসার তথা দেশ গঠনে নারী সমাজের গুরুত্ব কোন দিক থেকে উপেক্ষণীয় হতে পারে না ।আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন -—
`বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।‘

একটি সমাজের উন্নতি বর্তমান বিশ্বে নারী সমাজের উপর বহুলাংশে নির্ভরশীল ।গত ৬-২৩-২০২৩ গোল্ডেন এজ লাক্সারী হলে ফুল কলি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট বেলাল আহমেদ এর পরিচালনায় সমাজ উন্নয়নে নারীর ভূমিকা বহুলাংশে নির্ভরশীল তা প্রমান পাওয়া যায় । অনেক গুনিজন এসেছিলেন।যারা কিনা সমাজে অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছেন ।বেলাল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।শুধু তাই নয়, গুনিজনদেরকে সম্মাননা দেয়া হয় সুন্দর শালের মাধ্যমে।প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্পাদক ও প্রকাশক,সাপ্তাহিক আজকাল,প্রেসিডেন্ট ও সিইও,গোল্ডেন এজ হোমকেয়ার,নিউইয়র্ক,যুক্তরাষ্ট্রের আমাদের সবার প্রিয় শাহ নেওয়াজ ভাই ।উনি সবাইকে শাল দিয়ে অভ্যর্থনা দিচ্ছিলেন।মন দিয়ে উপভোগ করছিলাম ।হঠাৎ আমার নাম কানে আসলো। ভুল শুনলাম না তো ? না সত্যি আমিই তো ।ভাবলাম আমি কেন? আবার ভাবলাম আমিই বা কম কি ? নারীর সার্থকতা মাতৃত্বে।একারণে ইসলাম মাতার পদতলে সন্তানের বেহেস্ত বলে নারীর মাতৃত্বকে সর্বোচ্চ গৌরবে ভূষিত করেছে।জাতির ও দেশের জন্য নারীর সবচেয়ে বড় অবদান বড় উপহার তার সন্তান।প্রবাস জীবনে দুই দুটো সন্তানকে ইন্জিনিয়ার বানিয়েছি, কর্তাকে আমেরিকাতে কলেজে পড়তে সুযোগ দিয়েছি,বর্তমানে আমিও এন ওয়াই পি ডি আন্ডারে ছোট খাট একটি কাজ করে রাষ্ট্রকে সাহায্য করছি।সেই আমি সবচেয়ে আনন্দ উপভোগ করেছি সবসময় হাসিভরা মুখের অধিকারি শাহ নেওয়াজ ভাইয়ের হাত থেকে শাল পড়তে পেরে ।শুধু আমি কেন ,আমাদের রানু ভাবীর বোন যিনি জাপান থেকে এসেছেন ,উনি বলছিলেন , আমার বাবা অনেক আগে মারা গিয়েছেন।,বাবার অভাব বুঝতে দেননি শাহ নেওয়াজ ভাই ।বেলাল আহমেদতো শাহ নেওয়াজ ভাইয়ের কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছিলেন।

উন্নত দেশসমূহে নারী জাগরণের ফলে দেশের সমৃদ্ধি এসেছে ।সমাজ জীবন সচল ও গতিশীল হয়েছে । শুধু পুরুষের সেবা ও কর্মে একটি জাতি আত্মবলে বলীয়ান হতে ,নৈতিক শক্তিতে তেজিয়ান হতে পারে না ।আমাদের দেশে সুস্হ ও সুখী জাতি গঠনে নারী সমাজের অবদান একান্ত প্রয়োজন।তাই তো বিশ্ব বিখ্যাত বীর নেপোলিয়ন বলেছেন ,
`আমাকে শিক্ষিত মা উপহার দাও,আমি ভালো জাতি উপহার দেব।‘

Facebook Comments Box

Posted ৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com