রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খলিল বিরিয়ানীতে সেহরি পার্টিঃ ভোর পর্যন্ত চুটিয়ে আড্ডা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   360 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খলিল বিরিয়ানীতে সেহরি পার্টিঃ ভোর পর্যন্ত চুটিয়ে আড্ডা

সেহরি। ভোর রাতে ফজরের আজানের আগের খাবার । সারাদিন সংযম সাধনা শেষে সন্ধ্যায় মাগরিবের আজানের পর ইফতারি । সেটা অনেকে পারিবারিকভাবে একসাথে বসে সম্পন্ন করেন।। কিংবা পার্টি ও দোয়া মাফিল আকারে। বাংলাদেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এমনকি আমেরিকার প্রেসিডেন্টরা এ ইফতার পার্টি আয়োজন করে থাকেন। ইফতার পার্টি খুবই জনপ্রিয়। সেহরি না হলেও ইফতার হয় ঘটা করে। সম্প্রতি বাংলাদেশ ও প্রবাসেও ইফতার পার্টির ন্যায় সেহরি পার্টি জোরেসোড়ে শুরু হয়েছে ।

 


নিউইয়র্কে ব্রংকসের খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টে গত কয়েক বছর ধরেই সেহরি পার্টি অনুষ্ঠিত হয়। এমনি একটি পার্টি অনুষ্ঠিত হলো গত শুক্রবার পহেলা বৈশাখ রাতে। খলিল বিরিয়ানী হাউজের নতুন আঙ্গিকে বৃহৎ পরিবেশে তা অনুষ্ঠিত হয়। আর এর আয়োজক ছিলেন খলিলুর রহমান ও তার বন্ধু মহল । সুদূর নিউ জার্সি থেকে দেড় ঘন্টার ড্রাইভ করে এসেছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী রী খোকন। তার সাথে ছিলেন নিউ জার্সির একটি শহরের নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলওম্যান শিফা উদ্দীন। এতে কুইন্স থেকে অংশ নেন রিয়েলটর আব্দুল আজিম, সাংবাদিক নাজমুল আহসান, কমিউনিটি একটিভিস্ট আহসান হাবিব. আব্দুর রশীদ বাবু, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, ব্রংকস কমিউনিটি একটিভিস্ট আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, জুয়েল, স্টারলিং ফার্মেসীর আলী,ডিটেকটিভ মাসুদুর রহমান,স্বপন তালুকদার,আলা উদ্দীন,সালেহ উদ্দীন,কামরুজ্জামান বাবু,মামবুর রহমান,সাহাদত হোসেন, মোজাফ্ফর হোসেন,বাবুল হাওলাদার,গাজী সুজন,ফারুক তালুকদার,সুমন চৌধরিী,ওয়াদুদ তালুকদার,মোঃ ইসলাম মামুন,সাংবাদিক হাবিবুর রহমান, মাকসুদুল  কবির,আফরোজা ইসলাম ও তুষার পিক। খাবারের মেন্যু ছিল চমৎকার ও সুস্বাদু। মধ্যরাত থেকে ভোরের আজান অবধি অতিথিরা চুকিয়ে আড্ডা দেন এই সেহরি পার্টিতে।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com