শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   353 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে

 

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে। গত ১৯ মার্চ ২০২৩ রোববার উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের  উপস্থিতিতে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।

 

ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো  দ্বিতীয়তম আসর। এবারের  ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত  কবি দিলওয়ারের বাসভবনে। সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন  জানান।

স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই  আসরের শুরুতে  দেশের জন‍্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে  “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।

 

Facebook Comments Box

Posted ১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com